Sylhet Today 24 PRINT

খাদিজার বাড়ির রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মোগলগাঁও ইউনিয়নের আউসা গ্রামের আউসা ব্রিজ থেকে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাড়ি পর্যন্ত কাচা রাস্তার ইট সোলিং কাজ সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান।

সিলেট জেলা পরিষদের অর্থায়নে ৪ লক্ষ টাকা ব্যয়ে ১১০০ ফুট দীর্ঘ এই রাস্তার ইট সোলিংয়ের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহি ট্রেডার্স। ফলক উন্মোচন শেষে সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, মৃত্যুর পথ থেকে ফিরে আসা সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে দেখতে তার বাড়িতে যান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বাড়িতে প্রবেশ করে খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। ভবিষ্যতে এ রাস্তা পাকা করে দিবেন বলে আশ্বস্ত করেন এই জনপ্রতিনিধি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া, জেলা পরিষদ সদস্য মো. শাহনূর, সাংবাদিক কবির আহমদ, জেলা পরিষদের উপ প্রকৌশলী হাসিব আহমদ, মোগলগাঁও ইউপির ৬নং ওয়ার্ড সদস্য তাজিজুল ইসলাম জয়নাল, খাদিজা হত্যাচেষ্টা মামলার বাদী ও খাদিজার চাচা আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট মুরব্বি আশরাফ মিয়া, মতছির আলী প্রমুখ। ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন আউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.