Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার মোহনার বসন্ত উৎসব

এমসি কলেজ প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

টানা ষষ্ঠবারের মতো ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে (এমসি) আয়োজিত হতে যাচ্ছে বসন্ত বরণ উৎসবের।

বৃহস্পতিবার(১৫ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রারা মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও 'মোহনা বসন্ত উৎসব-১৪২৪' শুরু হবে দিনব্যাপী উদযাপনের কার্যক্রম।

২০১৩ সাল থেকে নিয়মিত বসন্ত উৎসবের আয়োজন করা এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন সভাপতি এনাম উদ্দিন জানিয়েছেন, এবারের পহেলা ফাল্গুনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ২রা ফাল্গুন সরকারী ছুটি থাকায় আমাদের এবারের উৎসবটি পিছিয়ে ৩রা ফাল্গুন করা হচ্ছে।

সকাল দশটায় শুরু হওয়া বসন্ত উৎসবটি চলবে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানমালায় রয়েছে একক, দ্বৈত ও দলীয় সংগীত, গীতিনৃত্য, দলীয় নৃত্য, ফিউশনধর্মী নৃত্য, টকশো, কৌতুক, খণ্ড নাটক, আঞ্চলিক বিতর্ক, বিশেষ কোরিওগ্রাফি, ফ্যাশন শো এবং কলেজের সহযোগী সংগঠনগুলোর পরিবেশনা।

প্রতিবারের মতো কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের সংস্কৃতিপ্রেমীদের মোহনা বসন্ত উৎসবটি উপভোগ করার জন্য স্ব-বান্ধব আমন্ত্রণ জানিয়েছেন মোহনা সাংস্কৃতিক সংগঠন সভাপতি এনাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.