Sylhet Today 24 PRINT

ছাতকে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ছাতক প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে মৃত মজর আলীর পুত্র বাদেল আলী ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র কাচাব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে বিরোধকৃত সীমানায় কাচাব আলী বেড়া নির্মাণ করার সময় প্রতিপক্ষ বাদেল আলী বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়।

গুরুতর আহত কাচাব আলী (৬০), জামিল আহমদ (২৬) ও বানেছা বেগমকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামিল আহমদ (২৪), নাছিমা বেগম (২৫), লুবনা বেগম (১৫), আফিয়া বেগম (৩৬), সোনা আরা বেগমা (৩২) সহ অন্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এব্যাপারে ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.