Sylhet Today 24 PRINT

মাগুরছড়া গ্যাসকুপ বিষ্ফোরণ দিবস উপলক্ষ্যে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৫

১৪ জুন মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালের এইদিনে মাগুরছড়ায় অক্সিডেন্টাল এর দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। 

মাগুরছড়া ব্লো-আউটে গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষয়ক্ষতি বাবদ ১৪ হাজার কোটি টাকা মার্কিন বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টাল-ইউনোকল ও পরবর্তীতে শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবীতে শ্রীমঙ্গল চৌমুহনাতে ক্ষতিপূরণ আদায়সহ ১০ দফা দাবিতে মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি, তেল গাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সৈয়দ আমিরুজ্জামান, আসক সভাপতি আফছর আহমদ ছবদর, আমজাদ হোসেন বাচ্চু, শেখ আব্দুল হামিদ ও বিভিন্ন চা বাগানের সদস্যরা।

পরে শ্রীমঙ্গল থানায় গিয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.