Sylhet Today 24 PRINT

যে কোন উপায়ে ডায়াবেটিসকে প্রতিহত করতে হবে: ডা. এম এ আহবাব

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে পায়ের নানারকম সমস্যাসহ ভিন্ন ভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কেন এ সমস্যাগুলো হয়, তা জানা থাকলে প্রতিরোধ করা সম্ভব। পায়ে যদি এক বা একাধিক সমস্যা বর্তমান থাকে, তখন ইনফেকশন বা আঘাতজনিত কারণে পায়ে নানা ধরনের গুরুতর জটিলতার সৃষ্টি হতে পারে। তাই যাদের এখনও ডায়াবেটিস হয় নাই, বংশে থাকুক বা না থাকুক তারা বৎসরে একবার ডায়াবেটিস পরীক্ষা করুন। সকল প্রকার ওজন বাড়ানোর খাবার বর্জন করে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করে নিজেকে নিরোগ রাখুন।  যে কোন উপায়ে ডায়াবেটিসকে প্রতিহত করাই হোক এবছরের ডায়াবেটিস সচেতনতা দিবসে সকলের অঙ্গীকার।

ডায়াবেটিস সচেতনাতা দিবস উপলক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ. আহবাব।

বুধবার বেলা ১২টায় সমিতির সভা কক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ললিত মোহন নাথ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের সহকারী স্টোরকীপার মোঃ ছালেহ ইব্রাহিম।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ডা: মো: আলতাফুর রহমান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ চৌধুরী, নাজনীন হোসেন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, হাসপাতালের সুপারিনটেনডেন্ট, পুষ্টিবিদ হৈমন্তী সরকার প্রমূখ।

এদিকে নিরব ঘাতক ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গঁনে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত “বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ কর্মসূচী”-র উদ্ভোধন করেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: এ. জেড. মাহবুব আহমদ।

এছাড়াও বেলা ১১ টায় সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ. আহবাব ও সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: এ. জেড. মাহবুব আহমদ এর নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গঁন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে, প্রতিপাদ্য সম্বলিত ব্যানার ও  প্লে-কার্ড সহকারে এক “বর্ণাঢ্য র‌্যালী” শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।  

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ললিত মোহন নাথ, ডা: নিলুৎপল লস্কর, ডা: নিহারেন্দু দাস প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.