Sylhet Today 24 PRINT

৫ দিন ধরে মৌলভীবাজার-বড়লেখা সড়ক বন্ধ

তপন কুমার দাস, বড়লেখা |  ১৪ জুন, ২০১৫

বড়লেখার হাতলিঘাটে বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ৫ দিন ধরে মৌলভীবাজার-বড়লেখা সড়কে যান চলাচল রয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
 
ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে গত ১০ জুন মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাটে নির্মাণাধীন ব্রিজের বিকল্প সেতু ভেঙ্গে পড়ে। স্রোতের তোড়ে বেইলি ব্রিজের কাঠের খুটি ভেসে যাওয়ায় ওই দিন দুপুর থেকে রোববার পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিকল্প সড়ক জুড়ী উপজেলার বাছিরপুর হয়ে সুজানগর ইউনিয়ন দিয়ে ছোট যান চলাচল করলেও বাস ও মালবাহী ট্রাক চলাচল করতে পারছে না। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অন্যদিকে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করছে বলে অভিযোগ উঠছে।
 
সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, 'ভেঙ্গে পড়া ব্রিজটি ৩০ ফুট ছিল। বর্তমানে ৬০ ফুট ব্রিজ নির্মাণ করায় কাজে বিলম্ব হচ্ছে। দু'দিনের মাঝে কাজ সম্পন্ন হলেই যান চলাচল স্বাভাবিক হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.