Sylhet Today 24 PRINT

সিলেটে পথশিশুদের সাথে লুসিওর স্বাধীনতা দিবস উদযাপন

শাকিলা ববি |  ২৬ মার্চ, ২০১৮

লাল সবুজের পতাকা মাথায় দিয়ে সিলেট রেলস্টেশনের ১নং প্লাটফর্মে বিকালে একদল পথশিশু জাতীয় সঙ্গীত গাইছে। এসময় তাদের  সাথে ছিলেন ব্রাদার লুসিও সহ কয়েকজন স্বেচ্ছাসেবক।

জাতীয় সঙ্গীত শেষে ব্রাদার লুসিও সব শিশুদের প্রশ্ন করলেন, আজ কি দিবস? একুশে ফেব্রুয়ারি? বিজয় দিবস? সব শিশুরা একসাথে চিৎকার দিয়ে বলে উঠলো, ‘না আজকে স্বাধীনতা দিবস’। পরে স্বেচ্ছাসেবক রিয়া স্বাধীনতা দিবসের তাৎপর্য গল্পের মত উপস্থাপন করেন শিশুদের সামনে। সেসময় শিশুরা তা মনোযোগ দিয়ে শুনছিল। মাঝে মাঝে তারা আবার বিভিন্ন প্রশ্ন করে স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে জানতেও চাইছিল চাইছে। তখন স্বেচ্ছাসেবক রিয়াও সাবলীল ভাবে শিশুদের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন।

আরো পড়ুন : পথশিশুদের বিদেশি বন্ধু!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট রেলস্টেশনে পথশিশুদের নিয়ে, বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ব্রাদার লুসিওর ‘পথশিশু সেবা সংগঠন’।

স্বাধীনতার গল্প শেষে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলেন, ওয়েসিস হাসপাতালের ডা. তাপস দেব রাহুল। এসময় তিনি হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন সকল শিশুকে।

এসব কর্মসূচির মাঝে মাঝে ব্রাদার লুসিও শিশুদের পরিবেশন করছেন চকলেট, কোমল পানীয়।

স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলা শেষে ‘মিনার তিনটি ইচ্ছা’ কার্টুন দেখানো হয় প্রোজেক্টরের মাধ্যমে। এছাড়াও শিশুরা দেশের গান, কবিতা পরিবেশন করে।

সবশেষে ব্রাদার লুসিও সকল শিশুদের হাতে তুলে দেন বিরিয়ানির প্যাকেট। খাবার নিয়ে খুশি মনে হইহুল্লুর করে সব শিশুরা চলে যায় নিজ নিজ গন্তব্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.