Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৫

হবিগঞ্জ শহরের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সৈয়দা শামসাদ বেগম ও রুবাইয়া আফরোজ এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে স্কাই কুইন রেস্টুরেন্টকে ১০ হাজার, ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ৫শ’, আশরাফ জাহান কমপ্লেক্সের ফাস্ট ফুড কর্ণারকে ১ হাজার ও আমির চাঁন কমপ্লেক্সে একটি ফুড কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

উল্লেখ্য, উপরোক্ত প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.