Sylhet Today 24 PRINT

মাধবপুরের অপহৃত ব্যক্তি নাসিরনগর থেকে উদ্ধার: আটক ২

মাধবপুর প্রতিনিধি  |  ১৬ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই এপ্রিল বিকাল ৫টার দিকে মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের মৃত মিয়াধন মিয়ার ছেলে আব্দুর মালেক (৩৫) নিজ বাড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাসষ্ট্যান্ডে সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষমাণ থাকা বস্তায় তাকে একটি অটোরিক্সাতে জোরপূর্বক উঠিয়ে নেয় ২ব্যক্তি। এরপর থেকে আব্দুল মালেকের বড় ভাই আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে টাকা বিকাশের মাধ্যমে ৭০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ২হাজার টাকা বিকাশ করে অপহরণকারীদের বাকী টাকা পড়ে দেওয়া হবে বলে জানায় অপহৃতর পরিবারের লোকজন।

এ বিষয়ে থানায় অপহৃতের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে ২ অপহরণকারীসহ অপহৃত আব্দুল মালেককে উদ্ধার করে।
 
আটককৃতরা হল- নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বজলু মিয়ার ছেলে শাহজাহান (৩০) ও মাধবপুর উপজেলার জগদীশপুর চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮)।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.