Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৬ এপ্রিল) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ৫৫ বিজিবির বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হেকিম জানান, চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) ও একই গ্রামের ধনু মিয়ার ছেলে রুকেল মিয়া রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতার বেড়াবিহীন এলাকায় ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টহল দল তাদের আটক করে সিধাই ক্যাম্পে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ পতাকা বৈঠক করলেও দুই ব্যক্তিকে এখনো ফেরত দেয়নি বিএসএফ।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, মঙ্গলবার সকালে রাজনগর সীমান্তের ১৯৮৮ মেইন পিলার রাজনগর সীমান্তে তাদের ফেরত দেওয়ার বিষয়ে পতাকা বৈঠক হয়। ১৫ মিনিটের বৈঠকে বিএসএফ বিজিবিকে আশ্বস্ত করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ব্যক্তিকে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে। ভারতের বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৮ ব্যাটালিয়নের তারাপুর ক্যাম্পের কমান্ডার সুরুজ বাইন ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হেকিম।

ভারতে আটক ইদন মিয়ার পিতা আবু মিয়া জানান, সোমবার রাত ৯টা থেকে ইদন ও রুকেল মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বড়জ্বালা বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা জানান সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতের বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.