Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে আহত গাঁজা ব্যবসায়ীর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৮

সিলেটের বিশ্বনাথে হামলার ঘটনায় আহত হওয়ার ৯ দিন পর হাসপাতালে আছকর আলী (৫০) নামের এক গাঁজা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লাহর ছেলে।

রোববার (২২ এপ্রিল) ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে থানা পুলিশের এসআই রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসআই রাকিবুল হাসান বলেন, হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, ১২ এপ্রিল রাস্তা নিয়ে পাশের বাড়ির গাঁজা ব্যবসায়ী আছর আলী (৫৫) ও নিহত আছকর আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আছকর আলীর উঠোন দিয়ে ফের চলাচল করতে চাইলে আছর আলীকে বাঁধা দেন আছকর আলী। এক পর্যায়ে আছর আলী তার ছেলে জায়ফর আলী (২৬) ও আসমত আলীকে (২৩) নিয়ে আছকর আলীর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে দুপক্ষের সংঘর্ষ বাঁধলে গুরুতর আহত হন আছকর আলী। অবশেষে ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আছকর আলী মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.