Sylhet Today 24 PRINT

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিকদের কর্মবিরতি

ছাতক প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৮

জাতীয় মজুরী স্কেল ঘোষণাসহ ১৯ দফা বাস্তবায়নের দাবীতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি প্রধান ফটকে কর্মরত শ্রমিকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচী পালন করেন শ্রমিকরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন উপলক্ষে ফ্যাক্টরির প্রধান ফটকে সিবিএ সিনিয়র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা মনিষ নাগের পরিচালনায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, ক্রীড়া সম্পাদক বুলবুল কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মফিজুর রহমান, অর্থ সম্পাদক মাখন চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি এখলু মিয়া, সিসিএফ ইনস্টিটিউটের সভাপতি দ্বিজবর মজুমদার, সমবায় সমিতি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজল, শ্রমিক নেতা আবু শামীম প্রমুখ।

সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, সিবিএ সাংগঠনিক সম্পাদক মো.শাহাদাত হোসেন। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে জাতীয় মজুরী স্কেল ঘোষণাসহ ১৯ দফা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.