Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের শীর্ষ তিন ছাত্রদল নেতা কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ৫ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার সিলেট আগমনে সময় স্বাগতম জানাতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে সমবেত হন মৌলভীবাজার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

সে দিন পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসল্ট মামলা দায়ের করে।

এই মামলায় সোমবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার জেলা জজ আদালতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সারওয়ার মজুমদার ইমন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.