Sylhet Today 24 PRINT

বই বিক্রির অর্থ দিয়ে সুবিধাবঞ্চিতদের পোশাক ও টিফিন বক্স বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ১০০ ছাত্রছাত্রীর মাঝে পোশাক ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে পোশাক ও ৬৫ জনকে টিফিন বক্স দেওয়া হয়েছে। হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি মৃনাল কান্তি দাস তাঁর ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ কাব্যগ্রন্থ বিক্রির অর্থ থেকে শিক্ষার্থীদের পোশাক ও টিফিন বক্স প্রদান করেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এ সামগ্রী তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ চক্রবর্তী, সহকারী শিক্ষক নারদ চন্দ্র দাস, শিক্ষক ও কবি মৃনাল কান্তি দাস, এলাকার বাসিন্দা অলক চন্দ্র দাস, সৌরভ দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.