Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুধবারীবাজারের কালিজুরীতে কুশিয়ারা নদী থেকে ফখরুল ইসলাম নামের এক জেলের জালে এ মাছটি ধরা পরে।

এদিকে, খবরটি জানাজানি হলে উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য বুধবারীবাজারে ভিড় জমায়।

ফখরুল ইসলাম জানান, তিনি প্রতি দিনের মত জাল নিয়ে মাছ ধরতে কুশিয়ারা নদীতে যান। দিনের শেষ বেলাতে তিনি জাল তুলতেই এ বিরল প্রজাতির মাছটি দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে তিনি মাছটি স্থানীয় বুধাবারীবাজারে নিয়ে যান। মাছটির ওজন প্রায় দেড় কেজি বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র সরকার জানান, এটি ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামে বিরল প্রজাতির স্বাদু পানির মাছ। মাছটির বৈজ্ঞানিক নাম ‘হাইপোসটোমাস প্লিকোসপোমাস’। এরা নদীতে পানির সবচাইতে নিচু অংশে থাকে, এ কারণে এ মাছটি সহজে ধরা পড়ে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.