Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিপন্ন বনরুই উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে এসেছে।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুইটি তুলে দেন। এর পিছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে।


সজল দেব আরো জানান বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন ( Chinese pangolin ) বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.