Sylhet Today 24 PRINT

অণুবীক্ষণের উদ্যোগে চা শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৮

সিলেটের খাদিমপাড়া চা বাগানে চা শ্রমিক সন্তানদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন অণুবীক্ষণ। রোববার (২৯ এপ্রিল) সমাজে পিছিয়ে পড়া চা বাগান শ্রমিকদের সন্তানদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মুন্ডাস্কুল ক্যাম্পেইন নামে খাদিমনগর চা বাগানে দিনব্যাপী তারা শিশুদের নিয়ে খেলা করেন এবং দুপুরের খাবার বিতরণ করেন।

অণুবীক্ষণের সভাপতি শফিকুর রহমান বলেন, আমার খোঁজ নিয়ে জানতে পারি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে যায়। তাই সিদ্ধান্ত নেই তাদেরকে ব্যাগ এবং সঙ্গে কিছু শিক্ষা সামগ্রী দেওয়ার।

সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, এই সমাজ পরিবর্তন করতে হলে দলগত শক্তির প্রয়োজন। একজনের পক্ষে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। তাই আমরা আমাদের সাধ্যমত শিশুদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি।

স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অণুবীক্ষণের সদস্য সামিহা জাহান, তৌহিদ আহাদ হৃদয়, পারভেজ আহমেদ, জহিরুল ইসলাম শাহরিয়ার, মোরশেদ আহমদ, আনিকা, মাহফুজা প্রীতি, মৌ চৌধুরী, সামিহা চৌধুরী, শাহাদাত হিমু, নাহিদ চৌধুরী, সুহেব আহমদ, কেয়া ফেরদৌস, ফাতেমা মাহমুদ মুনা, বাধন দাস, লামিয়া মীম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.