Sylhet Today 24 PRINT

তাহিরপুর মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম মোস্তফা আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৩ জুন, ২০১৫

তাহিরপুর উপজেলা সদরস্থ মধ্য তাহিরপুর গ্রামের তালুকদার বাড়ির মরহুম মন্তাজ তালুকদারের বড়ছেলে মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম মোস্তফা (৮২) মারা গেছেন। ২৩ জুন (মঙ্গলবার) রাত ৩ ঘটিকার সময় নিজ বাড়িতে তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ও বিপত্নীক ছিলেন।

রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ বই থেকে জানা যায়, গোলাম মোস্তফা ১৯৭১ সালের ২৭ মার্চ তাহিরপুর উপজেলায় গঠিত সংগ্রাম কমিটির অন্যতম সদস্য ছিলেন (৫ নম্বর ক্রমিকে তাঁর নাম লিখা আছে)। গতকাল উজান ও মধ্য তাহিরপুর ঈদগাহ মাঠে আড়াই ঘটিকার সময় তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়। পরে উপজেলা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক গোলাম সরোয়ার লিটনের বড় চাচা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.