Sylhet Today 24 PRINT

রমজানের আগে সিলেট-জকিগঞ্জ সড়ক মেরামতের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

জকিগঞ্জ এসোসিয়েশন সিলেটের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভায় অনতিবিলম্বে সিলেট-জকিগনজ সড়ক রমজানের আগে মেরামতের জোর দাবি জানানো হয়। অন্যথায় জকিগঞ্জবাসীকে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের দৃঢ় প্রতিজ্ঞা করেন তারা।

শুক্রবার (৪ মে) রাতে সিলেট নগরীর শিবগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় এসোসিয়েশনের আহবায়ক আফতাব হোসেন চৌধুরী কয়েসের সভাপতিত্বে ও  আখতার হোসেন রাজুর পরিচালনায় মাজহারুল ইসলাম জয়নালের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সবুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন, জকিগঞ্জ একতা ফোরামের সভাপতি এম মুকিত চৌধুরী, ফজলুল হক খান, মহীউদ্দিন আহমদ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, এসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল হক, আব্দুল জলিল, আব্দুস শহীদ মাসুক, চৌধুরী হেলাল আহমদ, মর্তুজা আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ, চ্যানেল এসের প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাদ, আব্দুল হান্নান তাপাদার, হারুন রশীদ, আব্দুল্লাহ আল মামুন শ্যামল, শাহীন আহমদ, শহীদুর রহমান তাপাদার, আব্দুর রহমান সিদ্দিকী, তুহিনুল হক চৌধুরী টুটুল, এমাদ উদ্দিন, আব্দুল ফাত্তাহ ফাহিম, জকিগঞ্জ ছাত্র পরিষদের আহবায়ক  সাজু ইবনে হান্নান খান, যুগ্ম-আহবায়ক ওলী চৌধুরী, জাকির হোসেন, শাহীন আহমদ তাপাদার, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেটের সাধারণ সম্পাদক এএসএম জি কিবরিয়া প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য আফতাব হোসেন চৌধুরী কয়েস সভাপতি, অ্যাডভোকেট সিরাজুল হক সাধারণ সম্পাদক ও আখতার হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.