Sylhet Today 24 PRINT

জামালগঞ্জের সাচনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৫ মে) দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অবৈধ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, অবৈধভাবে কিছু লোক রাস্তা দখল করে দীর্ঘদিন যাবত রাস্তার মধ্যে ব্যবসা পরিচালনা করে আসছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালত সাচনা বাজারের মুকুল দাশ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান, এসআই সাইফুল্লাহ, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, গোলাম জিলানী আফিন্দী রাজু, রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.