Sylhet Today 24 PRINT

সিলেটে শতভাগ পাস করেছে ২৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০১৮

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সিলেটের ২৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে।  রোববার (৬ মে) বেলা ১২টায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করার সময় এ তথ্য জানান সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

এসময় তিনি বলেন, এবছর সিলেট বিভাগের মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার সকল পরীক্ষার্থীরা পাস করেছে। তিনি আরো জানান, সিলেটে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে ১টি শিক্ষার্থীও পাস নাকরেনি।

এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। এবছর পাস করেছে ৭০ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে ৯ দশমিক ৮৪ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮০ দশমিক ২৬ শতাংশ।

পরীক্ষায় পাসের হার কমার ব্যাপারে কবির আহমেদ জানান, সাধারণ গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ করার কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।

তবে এবছরের এসএসসি পরীক্ষায় পাসের হাসের সূচক কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৩ হাজার ১শ’ ৯১ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৫২৮ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ বাড়া প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিবান্ধব পাঠদান চালু হয়েছে। এ কার্যক্রম আবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। এটি গুণগত শিক্ষা নিশ্চিত করছে। জিপিএ-৫ বাড়ার পেছনে এটি অন্যতম কারণ।’

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ১ লাখ ৮ হাজার ৯শ’ ২৮জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাস করে ৭৬ হাজার ৭শ’ ১০ জন পরীক্ষার্থী। পাসকারীদের মধ্যে ৩৪ হাজার ১শ’ ৪৩ জন ছেলে এবং ৪২ হাজার ৫শ’ ৬৭ জন মেয়ে।

এদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, মানবিক বিভাগে ৬২ দশমিক ৩৫ শতাংশ ও বাণিজ্য বিভাগে ৮১ দশমিক ৬৫ শতাংশ।

এবছর সিলেট জেলায় পাসের হার ৭৩.৮০, হবিগঞ্জে ৭০.৩৪, মৌলভীবাজারে ৬৬.৯৯ ও সুনামগঞ্জে ৬৮.৫৩ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.