Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পাসের হার ৬৭.৯৯ শতাংশ

এসএসসি পরীক্ষার ফলাফল

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ মে, ২০১৮

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বানিয়াচং উপজেলায় পাসের হার ৬৭.৯৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে মোট ৫২টি।

উপজেলার ২৭টি উচ্চ বিদ্যালয়ের মোট ৩৪১৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩৬৪ জন। এবার পাসের হার কিছুটা কমলেও বেড়েছে জিপিএর সংখ্যা।

এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ে জিপিএ-৫ এসেছে ১৮টি।

এছাড়া বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ এসেছে ১২টি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭টি, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ৬টি, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে ৪টি, বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ে ৪টি এবং আড়িয়ামুগুর উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ এসেছে ১টি।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে বানিয়াচং উপজেলার ৬টি মাদ্রাসার মোট ২৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২৩১ জন। পাশের হার ৮৪.২১ শতাংশ।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বানিয়াচং টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে সবাই। জিপিএ-৫ এসেছে ৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.