Sylhet Today 24 PRINT

রমজানে সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

আসন্ন রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন।

সিলেটের শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশনের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সভায় এই দাবি জানানো হয়।

জরুরি সভায় আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইউসুফ আলী, সাজওয়ান আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, ব্যরিস্টার রিয়াসাদ আজিম, আসিফ আহমদ, আব্দুস সামাদ আজাদ, সৈয়দ সাইফুল আলম, আলী আফছার মো. ফাহিম, সায়েম আহমদ, লোকমান আহমদ মাছুম প্রমুখ।

সভায়- সিএনজি ফিলিং স্টেশনের মালিকগণ আসন্ন রমজান মাসে ৬ ঘণ্টা ফিলিং স্টেশন বন্ধ না রেখে বিকাল ৬টা হইতে ৯টা পর্যন্ত বন্ধ রাখার পক্ষে মতামত ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.