Sylhet Today 24 PRINT

সিলেটে ডাকাতি প্রতিরোধে ৩টি গ্রামের বাসিন্দাদের সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নে ডাকাতি প্রতিরোধে সভা করেছে স্থানীয় ৩টি গ্রামের বাসিন্দারা।

শনিবার রাতে সোনাতলা গ্রামের বাসিন্দা ইন্তাজ আলীর বাড়ীতে সোনাতলা, ডন্ডারচক পূর্বপাড়া ও লামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুরব্বী মো. নিয়ামত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, এলাকার ব্যবসায়ী ও বিত্তবানদের বাড়ীতে ডাকাতদের হানা প্রতিরোধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইতোপূর্বে ৩১/০৩/১৪ ইং তারিখ দিবাগত রাতে হাজী মো. ইন্তাজ আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির সাথে জড়িতদের শাহপরান থানা ও জালালাবাদ থানা পুলিশ গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন তারা জেল হাজত বাস করে। বর্তমানে তারা আবার নানা ভাবে তৎপরতা চালাচ্ছে। এলাকাবাসী সচেতন হলে এদের প্রতিরোধ করা কঠিন কোন কাজ নয়। তবে এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী কাঞ্চন মিয়া, সমছু মিয়া, সাবেক মেম্বার তরিক উল্লাহ, হাসিম আলী, নুরে আলা জামে মসজিদের মুতাওয়াল্লী হারুন মিয়া, কোষাধ্যক্ষ কলন্দর মিয়া, আব্দুস সাত্তার, মরম আলী, সরকুম আলী, রহিম উদ্দিন, ইন্তাজ আলী, রহমত আলী, আলী হোসেন, হরমান আলী, মেহের বক্স, আফতাবুল মিয়া, গেদা মিয়া, লাল মিয়া, আলাউদ্দিন, খালেদ আহমদ প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.