জগন্নাথপুর প্রতিনিধি

০৭ মে, ২০১৮ ১৫:৫৪

জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ মে) রাত সাড়ে নয়টার দিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জগন্নাথপুর থেকে সিলেটগামী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটিকে সোমবার (৭ মে) সুনামগঞ্জে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত