Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় গাছ পড়ে ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন কমলগঞ্জ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০১৮

কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাহাড়ি এলাকায় ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ায় প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে কমলগঞ্জ উপজেলা। সেই সাথে চা কারখানায় উৎপাদনেও বিঘ্ন ঘটে।

রোববার রাতের কালবৈশাখী ঝড়-বৃষ্টির পর সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার এক ঘণ্টা পর বেলা ১১টায় ফের শুরু হয় ঝড়-বৃষ্টি।

উপজেলা বিদ্যুৎবিহীন থাকায় ভোগান্তির শিকার হন গ্রাহকরা। এ সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর পাহাড়ি এলাকায় একটি বড় গাছ ভেঙ্গে পড়ে ৩৩ হাজার কেভির প্রধান বিদ্যুৎ লাইনের ওপর। বৃষ্টি থামার পর বিদ্যুৎকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সরিয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করলে বিকাল ৫টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ সময়ে চা বাগানে কারখানাসমূহে চায়ের উৎপাদনে বিঘ্ন ঘটে এবং ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ছোট ছোট কারখানা মালিকরা ভোগান্তির শিকার হন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) গোলাম ফারুক বলেন, সোমবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় একটি বড় গাছ ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ৫ ঘণ্টা সময় লাগে।

তিনি আরো বলেন, রোববার রাতে কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বৈদ্যুতিক লাইনেরও ক্ষতি হয়। এতে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোবারক হোসেন সরকার বলেন, সোমবার সকালের ঝড়-বৃষ্টির সময় ও রোববার রাতের বৈশাখী ঝড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.