জগন্নাথপুর প্রতিনিধি

০৭ মে, ২০১৮ ২১:০৭

জগন্নাথপুরে ট্রাক উল্টে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক উল্টে খাদে পড়ে আব্দুর রউফ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মে) বিকেল সাড়ে চারটার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশায় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত আট জন কৃষক। আহতরা সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার ওই ইউনিয়নের খামারখাল গ্রাম থেকে ধানকাটা শেষে ধানসহ ট্রাক যোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন কৃষক। পথিমধ্যেই শ্রীধরপাশা গ্রামে ট্রাকটি উল্টে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রউফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে ট্রাক উল্টে খাদে পড়ে একজন কৃষক নিহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত