Sylhet Today 24 PRINT

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী, বরযাত্রীর পলায়ন

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ মে, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবীর উপস্থিতি টের পেয়ে বাল্যবিয়ের আসর থেকে বরযাত্রীর পলায়নের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার অগ্রণী স্কুলের পার্শ্ববর্তী একটি এলাকায়।

জানা গেছে বড়কোটা গ্রামের বিদেশ ফেরত আশরাফ উদ্দিনের (৪০) সঙ্গে উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর বিয়ে ঠিক হয়। কনের বাড়িতে চলে আসে বিয়ের বরযাত্রীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বরযাত্রীরা।

ইউএনও জানান বলেন, উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও বড়কোটা গ্রামের বিদেশ ফেরত আশরাফ উদ্দিনের (৪০) মধ্যে অসম বিয়ের আয়োজন করা হয়।

তিনি জানান, সোমবার দুপুরে বর এসে যখন বিয়ের প্রস্তুতি চালাচ্ছিল, এসময় আমার কাছে খবর আসে। তখন আমি ফোনে কাজীকে বিয়ে না পড়াতে বলি এবং ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। তবে আমার উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.