সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ মে, ২০১৮ ০১:৪৮

ষাঁড়ের আঘাতে কৃষক নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের উজান দৌলতপুর গ্রামে ছানা তালুকদার (৬৫) নামের কৃষক নিজের গৃহপালিত ষাঁড়ের শিং-এর আঘাতে নিহত হয়েছেন।

সোমবার বিকালে গ্রামের পাশের হাওরে এই ঘটনা ঘটে। নিহত ছানা তালুকদার গ্রামের মৃত সুরেন্দ্র তালুকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সোমবার বিকালে গ্রামের পাশের হাওরে খুঁিটতে বাধা ছিল ছানা তালুকদারের নিজের একটি ষাঁড়। সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে আসার জন্য কাছে গেলে শিং দিয়ে ছানা তালুকদারকে উপর্যুপরি আঘাত করে ষাঁঢ়টি। চিৎকার শুনে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে। শিং-এর আঘাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন,‘ ছানা তালুকদার নামের আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত