০৮ মে, ২০১৮ ১৩:০৪
হবিগঞ্জে ফায়ার সার্ভিস রোড এলাকায় বজ্রপাতে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গ্যাসের মিটার। তবে ফায়ার স্টেশন কাছে থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৮ মে) সকাল ১১টায় হবিগঞ্জ ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দেওয়ান মহিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে বিকট শব্দে বজ্রপাত হলে ওই বাসার গ্যাসের মিটারে আগুন ধরে মিটারটি পুড়ে যায়। একপর্যায়ে আগুন গ্যাস মিটার থেকে বিদ্যুৎ সংযোগে লেগে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি আরো জানান, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আপনার মন্তব্য