Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৬ মাদকসেবীর কারাদণ্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ মে, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ মাদক সেবনকারীকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৯ পরিচালিত মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৮ মে) রাত ১০ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের শ্রীমঙ্গল উপজেলায় মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- স্থানীয় পূর্ব মাজদিহি গ্রামের মৃত হায়াত উল্লার ছেলে মো. আব্দুল বিল্লাহ (৪০) ও সত্তার মিয়ার ছেলে আলী মিয়া (২৫) জগন্নাথ দোসাদের ছেলে মনুয়া দোসাদ (৪০) ও হাফিজ মিয়ার ছেলে মো. আকতার মিয়া (২৮)। বরুনা গ্রামের দৌলত মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৫) ও মঈনপুর গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তফা আলী (৩০)।

অবৈধ মাদক সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান। দণ্ডপ্রাপ্ত সবাইকে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.