Sylhet Today 24 PRINT

সখিনার অভিমান!

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ মে, ২০১৮

মৌলভীবাজারে একটি মালিকানাধীন হাতি অভিমান করে ঝড়-বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা যাবত খরস্রোতা মনু নদীতে সাতার কাটছে।

বুধবার (৯ মে) হাতির মাহুত আব্দুল্লা জানান, হাতিটির নাম সখিনা। সে রাগ করে পানিতে নদীতে নেমে গেছে। হয়ত বেশী হাটার কারণে বা অন্য কোন কারণে বিরক্ত হয়ে প্রচণ্ড রেগে গেছে। তাই ইচ্ছে করেই পানি থেকে উঠছে না।

তিনি আরো জানান, সিলেট থেকে হাতিটিকে নিয়ে মৌলভীবাজারের জুড়ি যাচ্ছিলেন। আজ সকাল ১১ টার দিকে হাতিটিকে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় কলা গাছ খেতে দেন। হাতিটি কলা গাছ খাওয়া অবস্থায় ১২টার দিকে হঠাৎ মনু নদীতে নেমে যায়। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছে না। কালবৈশাখী ঝড়, বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ।

মাঝে মাঝে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে সাতার কাটছে। কখনো বা তীর ঘেষে হাঁটছে।

হাতিটি অভিমান করে প্রথমে নতুন ব্রিজ এলাকা নামলেও সন্ধ্যা ৬টার দিকে নতুন ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কি.মি দূরে মিরপুরে অবস্থান করছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.