Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাত নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ মে, ২০১৮

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে তারুণ্য সোসাইটি সাপ্তাহ ব্যাপী জনসচেতনতামূলক লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেছে।

সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্ঠা মিজানুর রহমান মিজান ।

উদ্বোধন শেষে তারুণ্য সোসাইটির কর্মীরা হাওড় এলাকা বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরন করে। এর আগে এই জনসচেগনতামূলক লিফলেট হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় , জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্টসহ শহরের বিভিন্ন জনবহুল স্থানে বিতরণ করেন তারুণ্য সোসাইটির কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন এনা ফুড এণ্ড ভেবারেজ লিঃ এর আর এস এম আল আমিন, সিলেট টাইমস এর আলোকচিত্রী মামুন হোসেন, সাংবাদিক শাকিলা ববি, তারুণ্য সোসাইটির সভাপতি শেখ ওসমান গনি রুমী, আশরাফুর রহমান সৌরভ, হারুনুর রশিদ স্বপ্নীল, সায়েম চৌধুরী, সোহান ইসলাম, আমিনুল ইসলাম, ফয়েজ আহমেদ, তাসকিয়া বৃষ্টি, নাহিদা খান সুর্মি, সাইফ রহমান , মোজাম্মেল হোসেন প্রমুখ।

তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান বলেন, গত কদিন যাবত সারা দেশে বজ্রপাতে নিহত মানুষের সংখ্য কম নয় । এই মৃত্যুর মিছিলে সব চেয়ে ভারী হবিগঞ্জ অঞ্চল । বিগত কদিনের বজ্রপাতে হবিগঞ্জে নিহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে । নিহতদের সবাই কৃষক দিনমুজুর ও শ্রমিক শ্রেণীর মানুষ। এ শ্রেণীর জনগনের সচেতনতা বৃদ্ধি করতে বজ্রপাত থেকে বাঁচার উপায় শীর্ষক এ লিফলেট বিতরনের উদ্যোগ নিয়েছি আমরা। আশা করি তারুণ্য সোসাইটির এ প্রচারে সচেতন হবেন হবিগঞ্জবাসী , এতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমবে।


সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাকিব বলেন, খেটে খাওয়া মানুষেরা আমাদের অন্য যোগানদাতা, বজ্রপাতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন এমনকি প্রাণ হারাচ্ছেন বেশির ভাগ মানুষ। আমরা এ প্রচার পত্রের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে তুলার চেষ্ঠা করছি । আগামী এক সাপ্তাহ হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.