Sylhet Today 24 PRINT

উপশহরে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাইকারী, আটক ৪

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০১৮

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে শাহপরান থানার উপশহর ফাঁড়ি পুলিশ।

সোমবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে ছিনতাই করার সময় ফাঁড়ির ইনচার্জ এসআই রাজিব কুমার রায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাদের আটক করেন।

আটক ৪ ছিনতাইকারী হলো- শাহপরান থানাধীন নূরপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে আজিজ আহমেদ, বাহুবল গ্রামের রহমত আলীর ছেলে মো. নাঈম আহমদ, কুমিল্লার বুড়িচং থানার সিদলাই গোলবাড়ীয়া গ্রামের রতন মিয়ার ছেলে মো. হোসেন ও মোগলাবাজার থানাধীন কলিনপুর মোল্লাবাড়ী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে আব্দুল মতিন।

এসময় তাদের কাছে থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই সাথে ছিনতাইয়ের সময় ব্যবহৃত সিএনজি আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান- জনৈক ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে যাত্রীবেশে অটোরিকশায় তোলে। এসময় তারা ভিকটিমের বাড়ি দক্ষিণ সুরমার দিকে রওয়ানা হয়। এভাবে একটু এগুলে ছিনতাইকারীরা তার টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। এসময় তিনি পার্শ্ববর্তী ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ধাওয়া দিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করে।

এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.