Sylhet Today 24 PRINT

বাড়ছে খোয়াই নদীর পানি, আতঙ্কে ঘুমহীন হবিগঞ্জ শহরবাসী

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ মে, ২০১৮

হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার পরও শুক্রবার (১৮ মে) সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। এতে শহরবাসীর ম‌ধ্যে দেখা দি‌য়ে‌ছে আতঙ্ক। যেকোন সময় বাঁধ ভেঙ্গে তলিয়ে যাবে শহর এ শঙ্কা, নদীর পাড়ে বসবাসরত মানুষের পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন পুরো শহরবাসী।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পানি খোয়াই নদীতে নামছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নদী পাড়ে বাসিন্দা রিস্কা চালক ইয়াসিন বলেন, ঘরের ভিতর পানি। পরিবার নিয়া বাধের উপর ইফতার করছি রাতের খাবার রান্না করার মত পরিস্থিতি নাইই। খাবারের চেয়ে থাকার জায়গা হারানোর ভয় বেশি।

শহরের মধ্যবর্তী এলাকা ঝিলপাড়ের বাসিন্দা রন্জু দাশ বলেন, নদী থেকে আমরা অনেক দূরে তারপরও ভয়ে ঘুম আসছে না। বাধঁ ভাঙ্গলে পানি আসতে ত বেশি সময় লাগবে না।

পাউবোর নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা রাত সাড়ে ১০টার পর থেকে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘জরুরি দুর্যোগ অবস্থায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নদীর কোনও স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে তা মেরামত করা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.