Sylhet Today 24 PRINT

৯৯৯ এ কল দিয়ে আহত ঘোড়াকে উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ মে, ২০১৮

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দুর্ঘটনায় আহত এক ঘোড়াকে উদ্ধার করেছে হবিগঞ্জের চার যুবক।

শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভার সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ঘোড়াকে সায়েম, মুবিন, রাব্বানি, ফাহিম নামের চার যুবক উদ্ধার করে।

উদ্ধারকারী যুবক সায়েম বলেন, ‘রাত ১০ টার দিকে আমরা হাঁটতে বের হই আমি, রাব্বানী,মুবিন,ফাহিম। আহত ঘোড়াটিকে পাই পুরাতন পৌরসভার সামনে। সেখানে কয়েকজন থাকলেও তারা কিছুই করতে পারছিলেন না। এমতাবস্থায় আমরা ফায়ার সার্ভিসে গেলে তারা জানায় ওসব তারা দেখে না এবং গাড়ি খালি নাই।

সায়েম আরও বলেন, পশু হাসপাতালে কল দিলে ডাক্তার সাহেব বললেন, আমি ঘুমাইতেছি ভাই আমি পারব না। পরে ৯৯৯ এ কল দিলে থেকে থানার লোক পাঠায়। দুইজন এসআই রকিবুল ভাই আর শাহিদকে নিয়ে স্থানীয়দের সহায়তায় রাত ১ টার সময় আমরা ঘোড়াটিকে নিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কর্তব্যরত দারোয়ানের জিম্মায় ঘোড়াটিকে রেখে আসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.