Sylhet Today 24 PRINT

মাধবপুরে আইনশৃঙ্খলা সভা

মাধবপুর প্রতিনিধি |  ২০ মে, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে মাদক, ইভটিজিং, চোরাচালান, চুরি, ডাকাতি রুখতে মাধবপুর থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মে) সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, চুরি, ডাকাতি রুখতে সমাজের প্রতিনিধিত্বশীল লোকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সীমান্তসহ কোন স্থানেই যাতে মাদক প্রবেশ, সেবন ও পরিবহন কেউ না করতে পারে এ ব্যাপারে পুলিশকে আরো কঠোর হবে। মাধবপুরকে যে কোন মূল্যে মাদক মুক্ত করতে হবে। কেননা মাদক গ্রহণ করে যুব সমাজ অন্ধকারে যাবে যা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মাদক চোরাকারবারিদের আশ্রয় দেয় তাকেও আইনের আওতায় আনা হবে।

এ ছাড়া চুরি ডাকাতিসহ সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সকল পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা সভায় ইউপি সদস্য, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত লোকজনদের মধ্যে আইন শৃঙ্খলা উন্নয়নে করনীয় তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.