Sylhet Today 24 PRINT

সুশান্ত সহ সুনারু গ্রামবাসীকে ১ মাসের মধ্যে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

গ্রামটির ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে এক রিট আবেদনের শুনানি শেষে গত ১৪ মে বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

সুনারু গ্রামবাসীর পক্ষে হাই কোর্টে রিট আবেদন করেন সুশান্ত দাসগুপ্ত। রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট এস এম আশরাফুল হক।

রিট সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সহ ৬০/৭০ জন অস্ত্রধারী সুশান্ত দাস গুপ্তের বাংলাদেশে আসার সংবাদ পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে প্রথমে চিড়াকান্দি বাসায় আক্রমণ চালায়। এরপর সুশান্তের ছোট ভাই সুমন্ত্র দাস গুপ্তের টাউন হলের ভাড়া বাসায় এবং সুশান্তের বন্ধুদের বাসায় আক্রমণ চালায়। আসামি সেলিম সুশান্ত ও সুমন্ত্রকে ধর্মান্তরেরও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এতে তারা নিরাপত্তাহীনতা ভুগছেন বলে রিটে উল্লেখ করা হয়।

আসামিগণের এমন কর্মকাণ্ডের পরও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনধরনের সহযোগিতা না পাওয়ার কথা জানানো হয়।

হাই কোর্ট রিট আবেদনের শুনানি শেষে এক মাসের সুশান্ত দাসগুপ্তসহ সুনারু গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.