Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ মে, ২০১৮

‘যুক্তির নিমিত্তে মুক্তির দৃঢ় প্রত্যয়’ এই স্লোগানকে ধারণ করে নতুন বিতার্কিক তৈরি করার লক্ষ্যে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রম শুরু করেছে। ১৯ মে (শনিবার) হেডওয়ে কেজি এন্ড হাই স্কুলে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। কর্মশালায় হেডওয়ে স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন, হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো. আসাদুর রহমান সজীব, সাধারণ সম্পাদক ইরতিজা দোহা ও প্রকাশনা সম্পাদক প্রদীপ্ত রায় পত্র।

হবিগঞ্জ ডিবেটিং সভাপতি শাকিলা ববি বলেন, জেলা শহরগুলোতে শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু বিতর্ক শিখা বা চর্চার কোন ব্যবস্থা নেই। বিতর্ক একটি শিল্প, এটি চর্চার বিষয়।

জেলা শহরগুলোতে বিতর্ক চর্চার অনেক ঘাটতি আছে। স্কুলের শিক্ষার্থীরা যেন সঠিক নিয়মে বিতর্ক শিখতে পারে সেজন্যই আমাদের এই কার্যক্রম। নতুন বিতার্কিক তৈরির লক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির এই কার্যক্রম চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.