Sylhet Today 24 PRINT

৮শ অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা সিলেট জেলা প্রশাসন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

সিলেটে ৩ হাজার ৬টি লাইসেন্সভুক্ত অস্ত্রের মধ্যে ৮শ’ ৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

বুধবার বিকেলে জেলা মিডিয়া সেলের প্রথম সংবাদ সম্মেলনে সিলেট জেলায় প্রশাসনের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে চলতি বছরে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম জানান, ‘সিলেটে ৩ হাজার ৬টি লাইসেন্সভুক্ত অস্ত্র ছিল। দীর্ঘদিন থেকে নবায়ন না করায় গত ২২ জুন ৮শ’ ৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণের স্বার্থে ২০১২ সালে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘সিলেট মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল’ গঠন করা হয়। যেখানে জেলা প্রশাসনের কার্যালয়ের সব কর্মকর্তা, কর্মচারী নিজেদের বেতনের ১ ভাগ প্রদান করেন। পরে স্থানীয় আরো অনেকে সহযোগিতা করেন। বর্তমানে এই তহবিলে ১৫ লাখ টাকা জমা আছে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ‘এই তহবিলের মুনাফা থেকে মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান করা হয়। সেবার মান বাড়ানোর জন্য আমরা সব চেষ্টা করছি। এর ফলে হয়রানিও অনেকাংশে কমছে। জেলার সব ইউনিয়ন চেয়ারম্যান, চৌকিদার থেকে সব কর্মকর্তা-কর্মচারী বেতন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হচ্ছে। এই কার্যক্রম সিলেটে প্রথম শুরু হয়েছে। এখন সারা দেশে হচ্ছে।’

তিনি আরো জানান, ‘সিলেটে সুবিধাবঞ্চিত ৫৩৫ শিশুকে নিয়ে ‘ইনক্লোসিভ স্কুল এন্ড কলেজ’ নামে একটি প্রতিষ্ঠান ২০১৩ সাল থেকে চালু হয়েছে। যেখানে কম্পিউটার ল্যাবও আছে। গত বছরে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে এ স্কুলের শিক্ষার্থীরা।’

তিনি বলেন, ‘দুই বছর দেড় মাস সময় সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। সিলেটবাসীর সহযোগিতা পেয়েছি। আপনাদের কথা চিরদিন স্মরণ থাকবে।’

এছাড়া বক্তব্য দেন- জেলা প্রশাসনের আইসি ও শিক্ষা শাখার সহকারী কমিশনার মো. আতাউল গণি ওসমানী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব প্রত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম। আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিরাজুল ইসলাম উকিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সিলেট জেলা তথ্য কর্মকর্তা জুলিয়া জেসমিন মিলি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.