Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

বানিয়াচং প্রতিনিধি |  ২২ মে, ২০১৮

বানিয়াচংয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই দিনে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ও সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশ করে যাচ্ছেন ওসি মোজাম্মেল হক।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মাদক আমাদের সমাজ তথা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। একটা সময় জঙ্গিবাদ দেশে জেকে বসেছিল। আমরা আইনশৃঙ্খলা বাহিনী তা দমন করতে সক্ষম হয়েছি। তেমনি মাদকের বিরুদ্ধে চলা অভিযানও সফল হব। যে যত বড় মাদক ব্যবসায়ী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন প্রায় ২৭ জন। এরই ধারাবাহিকতায় বানিয়াচংয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে গ্রেপ্তার ও ক্রসফায়ার আতঙ্ক। অনেক ব্যবসায়ী পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে আড়াল করে নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.