Sylhet Today 24 PRINT

সিলেটে ১৩ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০১৮

সিলেট নগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আরও ১৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব। মঙ্গলবার (২২ মে ) রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

সাজাপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলার শাহপরান থানার কাজি মুরাকিব আলীর ছেলে মো. আব্দুল বাসিত (৩৫)-কে ১ মাস, একই এলাকার সামাদ মিয়ার ছেলে জুয়েল ইসলাম (১৯)-কে ৩ মাস, জালালাবাদ থানাধীন কালীবাড়ি এলাকার মিরাজ মিয়ার ছেলে কাজল মিয়া (২৮)-কে ৩ মাস, কাজীটুলা এলাকার -মো. আব্দুল আহম্মদের ছেলে মো. পিন্টু খান (৩১)-কে ৩ মাস, একই এলাকার মারুফ আহম্মদের ছেলে দুলাল আহম্মদ (২৪)-কে ১৫ দিন, ঢাকা জেলার ধামরাই থানার ফজলুল হকের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫)-কে ১ মাস, দক্ষিণ সুরমার সাধুর বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (২৫)-কে ১ মাস, কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. শরীফ (২৫)-কে ১ মাস, সিলেটের শাহপরান থানার বাহুবল এলাকার মৃত কালাই মিয়ার ছেলে মোস্তফা আলী (৩৮)-কে ১০ দিন, নোয়াগাঁও এলাকার মৃত মশরু বুল্লাহর ছেলে আকবর আলী (৪৮)-কে ১০ দিন, বিয়ানীবাজার উপজেলার মৌয়াখালী গ্রামের মৃত হারিছ আলী বদরুল ইসলাম (২২)-কে ১৫ দিন, একই এলাকার মোস্তাই মিয়ার ছেলে মারুফ আহমেদ (৩৯)-কে ১৫ দিন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাতের টেক গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৫২)- কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তাদের কাছ নিকট থেকে ১০ পিস ইয়াবা, ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং সকল মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরে চলমান অভিযানে আরো প্রায় ৪০জন মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাঁজা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.