Sylhet Today 24 PRINT

অপরাধ ও মাদক পাচার রোধে কমলগঞ্জে বিজিবির সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ মে, ২০১৮

সীমান্ত এলাকায় অপরাধ ও মাদক পাচার রোধকল্পে সচেতনতামূলক এক মতবিনিময় সভা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মে) বিকাল সাড়ে ৫টায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, কুরমা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনোয়ার হোসেন, কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চা শ্রমিক নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদক মুক্ত সমাজ গঠন ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধকল্পে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.