Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৮

হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা।

শনিবার সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বেলা ১২টায় পৌর মেয়র জি. কে. গউছ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিলীপ দাস, গৌতম কুমার রায়সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

গত ১৯ তারিখ ঘাটিয়া বাজারের বাসিন্দারা এলাকাটিতে পরিচ্ছন্নতা কাজ চালানোর জন্য মেয়রকে অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে মেয়র জি. কে. গউছ পৌরসভার পক্ষ থেকে ঘাটিয়া এলাকার ভিতর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেন। পরিচ্ছন্নতা কাজ চলাকালে মেয়র ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে সিডিসি’র ভ্যান গাড়ীতে দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

এ সময় ঘাটিয়া বাজারে রাস্তায় আবর্জনা নিক্ষেপকারীদের চিহ্নিত করে তাদের সতর্ক করে দেন মেয়র। ফলে তারা মেয়রের সামনেই তাৎক্ষনিক আবর্জনা সরিয়ে নেন। এছাড়াও ঘাটিয়া বাজারে রাস্তার গর্ত ভরাটে গত সপ্তাহের পর এ সপ্তাহে আরেক দফা ইট ভরাটের উদ্যোগ নেয়া হয় পৌরসভার পক্ষ হতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.