Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজার উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি |  ১২ জুন, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের ২০১৮-১৯ সনের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১১জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ বাজেট ঘোষণা করেন উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের পরিচালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।

এবারের বাজেটে আয় ধরা হয়েছে ৪ কোটি ২৭ লক্ষ ৮৮ হাজার ৬ শত ৯৬ টাকা, এবং ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ১৬ লক্ষ ৩৪ হাজার ৮শত টাকা। বাজেটে শিক্ষা ও যোগাযোগ খাতে প্রাধান্য দেয়া হয়েছে।

উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেণু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, জেলা সহকারী কমিশনার নাহিদ হাসান খান,ফয়সল রায়হান, মঞ্জুর আলম, আক্তার জাহান সাথী, গাজালা পারভীন রুহি, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবুহেনা আজিজসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.