Sylhet Today 24 PRINT

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৮

আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তাছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ।

ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন জানান, এবার নগরীর মোট ৯টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সিলেটের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।

শাহজালাল (র:) এর দরগাহে একমাত্র ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৯ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলেও জানা যায়।

এসব স্থানে ঈদ জামাতকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব।

এছাড়া শাহী ঈদগাহে এবার তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

তিনি বলেন- সিলেটের প্রধান ঈদ জামাতের স্থান শাহী ঈদগাহে প্রবেশের আগে মুসল্লিদের তল্লাশি করা হবে। জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না শাহী ঈদগাহে।

এছাড়াও সিলেট জেলা জুড়ে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠিতব্য ঈদ জামাতে নিরাপত্তার জন্য সিলেট জেলা পুলিশ থেকে জেলার বিভিন্ন জায়গায় মোট ৫৫টি গুরুত্বপূর্ণ ঈদের জামাত চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ওসমানীনগর থানায় ৪টি, বিশ্বনাথে ৩টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বালাগঞ্জে ২টি, বিয়ানীবাজারে ৪টি, জকিগঞ্জে ৭টি, কানাইঘাটে ১৪টি, গোয়াইনঘাটে ৪টি, কোম্পানীগঞ্জে ৪টি, জৈন্তাপুরে ৭টি জায়গায় ঈদের জামাতে বিশেষ নিরাপত্তা দেবে জেলা পুলিশ।

ঈদ জামাতের নিরাপত্তা নিয়ে বাড়তি কোন ঝুঁকি না থাকলেও পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান পুলিশ কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.