Sylhet Today 24 PRINT

ফেসবুকে ‘বিভ্রান্তি’, আইনি ব্যবস্থা নিচ্ছেন কামরান

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুন, ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিতে বর্তমানে ঢাকায় থাকা সাবেক এই মেয়র সিলেটটুডেকে বলেন, ‘ফেসবুকে আমার নামে আইডি খোলে কে বা কারা বিভ্রান্তি, অপপ্রচার ছড়াচ্ছে। নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন কর্মকাণ্ড আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।’

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করার প্রক্রিয়া চলছে বলেও জানান কামরান।

এর আগে বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডিতে বদর উদ্দিন আহমদ কামরান লিখেন-

কে বা কারা অসৎ উদ্দেশ্যে আমার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই তাদের প্রতি যারা এই ধরনের হীন কাজের সাথে জড়িত।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলতে চাই সিলেটবাসীর সাথে আমার আত্মীক সম্পর্ক এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে নষ্ট করা যাবে না। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আর অগ্রগতির রাজনীতি করেছি এবং আমৃত্যু জননেত্রী শেখ হাসিনা'র স্বপ্ন বাস্তবায়নে সিলেটের সম্মানিত জনগণ-কে সাথে নিয়ে কাজ করে যাবো।


ফেসবুক স্ট্যাটাসে সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন সাবেক এই সিটি মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.