Sylhet Today 24 PRINT

বাহুবলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাহুবল প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৮

হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রোববার (২৪ জুন) সকাল ৮টা থেকেই ১১টি ভোট কেন্দ্র শুরু হয়েছে ভোট গ্রহণ।

সকাল ১০টায় উপজেলার রশিপুর চা বাগানের রশিদপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬৫২ ভোটারের মধ্যে ২৭৪ ভোট পড়েছে। দুটি বুথে রশিদপুর বাগানে ২০৪ ও শিথলা ছড়াতে ৭০ ভোট কাস্ট হয়েছে।

দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মনতাজুর রহমান জানান, আমাদের ভোট কাস্ট হয়েছে প্রায় ৩৫ পার্সেন্ট।

কামাইছড়া ফাঁড়ি বাগান, আমতলি চা বাগান, ফয়জাবাদ কোয়ার্টার ফাড়ি বাগান ঘুরে সকাল ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোন কেন্দ্র দখল বা জাল ভোটের অভিযোগ পাওয়া যায়নি।

উপজেলার ১১টি চা বাগানে ৩ হাজার ৫শত ৭৩ জন চা শ্রমিক নেতা নির্বাচন করতে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮শত ৩০ জন ও নারী ভোটার ১ হাজার ৭শত ৪৩ জন।

প্রতিটি বাগানে একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১১টি চা বাগানে ১৫টি বুথ রয়েছে।

নির্বাচিত চা বাগান গুলি হল, দক্ষিণ রামপুর ফাড়ি চা বাগান, রশিদপুর চা বাগান, বৃন্দাবন চা বাগান, মধুপুর চা বাগান, ফয়জাবাদ চা বাগান, ফয়জাবাদ নতুন কোয়ার্টার চা বাগান, আমতলী চা বাগান, শিতলাছড়া চা বাগান, বালুছড়া চা বাগান, কামাইছড়া চা বাগান, রামপুর চা বাগান।

এর মধ্যে রশিদপুর চা বাগান, মধুপুর চা বাগান, বৃন্দাবন চা বাগান ও ফয়জাবাদ ফাড়ি চা বাগানে দুইটি করে বুথ রয়েছে।

প্রতিটি চা বাগানে একজন করে প্যানেল সভাপতি নির্বাচিত করা হবে। উক্ত পদে পদে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে চলছে উৎসব। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.