Sylhet Today 24 PRINT

সিলেট নগরীতে বিজিবির টহল জোরদার

চলমান অবরোধে নাশকতা ঠেকাতে সিলেট নগরীতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ৩ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে নগরীতে

নিউজ ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৫

চলমান অবরোধে নাশকতা ঠেকাতে সিলেট নগরীতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ৩ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে নগরীতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তারা নগরীর বিভিন্ন সড়কে টহল দিয়ে যাচ্ছে। শুক্রবার সকালেও জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানাসহ বিভিন্ন স্থানে বিজিবির টহলের খবর পাওয়া গেছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান- বৃহস্পতিবার রাত থেকে ৩ প্লাটুন বিজিবি সিলেট নগরীতে টহল শুরু করেছে। তারা নগরীতে নাশকতারোধে কাজ করছেন।

এর আগে হরতাল ও অবরোধের নামে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে পুলিশ ও র‌্যাবের টহল ছিল নগরীতে। বৃহস্পতিবার নগরীর কুমারপাড়ায় কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামানের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিবির।

ওই রাত থেকেই নগরীতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.