Sylhet Today 24 PRINT

আধা ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেলযোগাযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপর গাছ পড়ে আধাঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ঢাকার রেলযোগাযোগ শুরু হয়েছে।

শনিবার (৩০ জুন) বিকাল পৌনে ৪টায় রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়লে সোয়া ৪টায় তা পুনরায় চালু হয়।

আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী ১১৯নং আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বেলা ৩টা ৪৫ মিনিটের সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় দমকা বাতাসের ফলে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে রেলপথের উপর। ফলে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেন পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার কাজী শহীদুল ইসলাম জানান, লাউয়াছড়া এলাকায় পৌনে ৪টার দিকে রেল লাইনের উপর গাছ পড়ে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বনকর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গাছটি অপসারণ করা হলে সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.